কুড়িগ্রাম সংবাদদাতা: আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কুড়িগ্রামের অটোরিকশা চালক আশরাফুল আলম। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মহারথে আর্জেন্টিনা বিজয়ী হলে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা নিজের অটোরিকশায় সারাদিন বিনামূল্যে যাত্রী পরিবহন করবেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার সারাদিন বিনামূল্যে যাত্রী পরিবহন করেছেন এই আর্জেন্টিনাভক্ত। যাত্রীরাও মহা আনন্দে তার রিকশায় ভ্রমণ করেছেন।
এর আগে গতকাল রোববার সকালে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে আশরাফুল জানান, ‘আজ (রোববার) রাত ৯টায় লিওনেল মেসির প্রথম এবং আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ জিতলে আগামীকাল (সোমবার) সারাদিন আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি এই অটোরিকশার ভাড়া ফ্রি।’
অটোরিকশা চালক আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের পূর্ব প্রান্তে ধরলা অববাহিকা সংলগ্ন একতা পাড়া বাধের পাড়ে। তিনি ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। আশরাফুল আলম পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি বিবাহিত। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। আয় সীমিত হলেও ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা সীমিত নয়। তাই পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভকামনা জানাতে নিজের জীবিকা নির্বাহের বাহনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।
তবে এমনি এমনি সবার জন্য এই অফার দেননি এই আর্জেন্টিনা ভক্ত যুবক। ফ্রিতে তার রিকশায় ঘোরার জন্য তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তগুলো হলো:
* তাকে (যাত্রীকে) অবশ্যই আর্জেন্টিনার সমর্থক হতে হবে। (আর্জেন্টিনার জার্সি থাকলে ভালো।)
* তার (যাত্রীর) গন্তব্য অবশ্যই কুড়িগ্রাম সদর উপজেলার ভিতরে হতে হবে।
*সর্বোচ্চ ২০ মিনিট সে গাড়িতে থাকতে পারবে। (যেন সবাই সুযোগ পায়)
* তিনজনের বেশি ওঠা যাবে না।
এবং
* শৃঙ্খলা বজায় রাখতে হবে।
আশরাফুল বলেন, ‘প্রিয় দলের বিজয়ে আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। সোমবার সকাল থেকে আমি আর্জেন্টিনার সমর্থক যাত্রীদের বিনামূল্যে বিভিন্ন গন্তব্যে পরিবহন করেছি। যাত্রীরা আনন্দ নিয়ে রিকশায় উঠেছেন। অনেকে ভাড়া দিতে চাইলেও আমি নিইনি। আর্জেন্টিনা বিশ্বকাপ পাওয়ায় সারা বিশ্বের কোটি ভক্তের মতো আমিও ভীষণ খুশি। ফাইনালে ফুটবলের জয় হয়েছে।’