নীলফামারীতে টিটিসির উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও তাল গাছের চারা রোপণ করা হয়।

টিটিসি সভা কক্ষে অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিফ উপদেষ্টা  মশিউর রহমান ও প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ মাজেদুর রহমান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরকালে সঙ্গে থাকা শেখ রাসেলের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।