কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আমির শার্টস নামক গার্মেন্টসে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। শনিবার সকালে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (০২ ডিসেম্বর) সকাল ৯.৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সেসময় আমির শার্টস গার্মেন্টেসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামার চেষ্টা করে। এ সময় গার্মেন্টসটি ধসে পড়ছে বলে গুজব ছড়ায়। ফলে অন্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করে। এসময় পদদলিত হয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দিদারুল আলম বলেন, 'ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম কিবরিয়া টিপু বলেন, আহতদের মধ্যে ১৫জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।