কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন

কুমিল্লায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নানসহ আরও অনেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।