পার্বত্য জেলা বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সদর উপজেলা সংলগ্ন মেঘলা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
এসময় শহীদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও সামজিক সংগঠনসমূহ।
