বিজয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় ব্যতিক্রমী আয়োজনে নতুন প্রজন্মদের কাছে পতাকা হস্তান্তর করেছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে নানা আয়োজনে দিবসটি উদযাপন হচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন মুক্তিযোদ্ধারা। এরপর কুচকাওয়াজ প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন-জেলা প্রশাসক মো. হুমায়ন কবির, জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ অনেকে।
