ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানার প্রিজাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন। এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসার ও নৌকার এজেন্ট। তবে তাৎক্ষণিকভাবে তাদের দুজনের নাম জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান বলেন, কেন্দ্রের ভেতরে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে ইউএনওর নির্দেশে তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে।