ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নৌকার বিরুদ্ধে ভোট করায় যুবলীগ নেতাকে মারধর

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট করায় পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেনকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা শহরের ভাসানী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা শাহাদাতকে একসাথে ১০ থেকে ১৫ জন ব্যক্তি মারধর করছেন। কিল-ঘুষি ও কাঠ দিয়ে মারধর করতে দেখা গেছে। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, নব নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে নির্বাচনে কথা বলায় তাকে মারধর করা হচ্ছে। মারধরের পর আর কখনও সাংসদ মুক্তার বিরুদ্ধে কোন কথা না বলার অঙ্গীকার করতে বাধ্য করা হয় তাকে।

মারধর শেষে কান ধরিয়ে অঙ্গীকার করানোর পর তাকে ছেড়ে দেয়া হয়। আহত যুবলীগ নেতা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শাহাদাত হোসেন শাহাদাত বলেন, ডাক্তার দেখানোর জন্য ইজিবাইক করে পঞ্চগড় জেলা শহরের দিকে যাচ্ছিলাম। পথে ভাসানী পার্ক এলাকায় ইজিবাইকের গতিরোধ করে ওই এলাকার মফিজুল, জহিরুল, আল আমিন, রফিকুল. শরিফ, হাসিবুল, নাঈম ও ফরিদসহ ১০ থেকে ১৫ জন। ওরা আমাকে টেনে হিচরে নামিয়ে রাস্তার পাশে নিয়ে মারধর শুরু করে। তারা এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য নাইমুজ্জামান ভূইয়া মুক্তার কর্মী হিসেবে পরিচয় দেন।

তিনি আরও বলেন,  সারা দেশের নৌকার প্রার্থীর পাশাপাশি দলের অনেকে স্বতন্ত্র নির্বাচন করেন। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট নির্বাচনে অংশ নিয়েছিলেন। আমি নির্বাচনে আনোয়ার সাদাত সম্রাটের হয়ে কাজ করেছি এটাই আমার বড় অপরাধ। আমি ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, তথ্য সংগ্রহ করেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

SN
আরও পড়ুন