চট্টগ্রামে পুলিশ-হকার সংঘর্ষে ১২০০ জনের বিরুদ্ধে মামলা 

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের সাথে হকারদের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ১২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেরুয়ারি) দুপুরে সিএমপির কোতোয়ালি থানায় মামলা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দপ্তরের পেশকার মো. আবু জাফর চৌধুরী। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, সোমবার নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকাদের উচ্ছেদ করতে গেলে তারা ম্যাজিস্ট্রেটকে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আমাদের অন্তত সাতজন কর্মচারী আহত হন। চারটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।