ধামরাইয়ে ডোবায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ধামরাইয়ে ডোবায় পড়ে ইয়াসিন হোসেন (৫) ও হাকিম (৩) নামে আপন দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু আব্দুল মালেক ও সালমা বেগমের সন্তান। মালেক পাবনা জেলার বাসিন্দা। তিনি খাতরা এলাকার আয়নাল হকের বাড়ির ভাড়াটিয়া। শিশুর পিতা আব্দুল মালেক ইট ভাঙার শ্রমিক। 

জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নে খাতরা গ্রামে পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি ডোবা রয়েছে। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়ে ডোবাটি পানিতে ভরে যায়। 

রোববার দুপুরের দিকে ইয়াসিন ও হাকিম খেলতে গেলে সেই ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘ্য সময় দুই শিশুকে না পেয়ে মা সালমা বেগম খুঁজতে বের হয়। পরে স্থানীয়দের কাছে থেকে জানতে পারে তার দুই সন্তানই ডোবায় পড়ে গেছে। স্থানীয়দের সাহায্যে ইয়াসিন ও হাকিমকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়।