নরসিংদীতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

পহেলা বৈশাখে নরসিংদী জেলাবাসী মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে সকালে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিল্পকলা একডেমি প্রাঙ্গণের পলাশ তলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান প্রমূখ।

এ ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।