কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ধানখেত থেকে হাফেজ সাদেকুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে বুড়িচং উপজেলার নামতলা পূর্বপাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, হাফেজ সাদেকুর রহমান চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি নামতলা গ্রামে আবুল বাশার নামে একব্যক্তির বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি একটি মোবাইল দোকানে পার্ট টাইম চাকরি করতেন। গতকাল রাতে ফুটবল খেলা দেখেন সাদেক। পরে সকালে বাড়ির পাশে ধানখেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
#আরআর/কেজেড