নেত্রকোনায় ভারতীয় চিনি-মোটরসাইকেল জব্দ, আটক ২

নেত্রকোনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় একটি মোটরসাইকেল ও ৯৯ বস্তা চিনি জব্দ করেছে সেনাবাহিনী। এছাড়া দুই জনকে আটক করে তারা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে নেত্রকোনায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেলার কলমাকান্দার রাখাজোড়া গ্রামের মো. ইমরান ও একই উপজেলার লেঙ্গুরা বাজার এলাকার বিমল হাজং।

বিজ্ঞতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে আনা একটি মোটরসাইকেলসহ দুই জন আটক করে। এছাড়া একই সময় সেনাবাহিনীর অন্য একটি টিম জেলার দূর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৯৯ বস্তা চিনি জব্দ করে।

এদিকে উদ্ধার হওয়া মোটসাইকেলসহ আটক দুজনকে কলমাকান্দা থানায় এবং ৯৯ বস্তা চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞতি উল্লেখ করা হয়েছে।