ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতীয় চিনি হয়ে যাচ্ছিল দেশীয় 'সুবাহ চিনি'

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১০:০৭ এএম

সাতক্ষীরায় একটি গুদামে মজুদ করা ৯ হাজার ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে প্রশাসন। বুধবার (২৭ মার্চ) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের সুলতানপুর বড় বাজারের ওই গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত চিনি জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইঞা এ অভিযান পরিচালনা করেন। এসময় মজুতদার হাজরা সাধুকে ২০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা ১৯৯ বস্তায় থাকা ৯ হাজার ৯৫০ কেজি চিনি নিয়ে যায় প্রশাসন। এই পরিমাণ বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা।

জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা এসব চিনি ‘সুবাহ চিনি’ নামের একটি দেশীয় কোম্পানির নামে মোড়কজাত করে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।

এর আগেও ভোজ্য তেল মজুদ করার অপরাধে হাজরা সাধুকে জরিমানা করা হয়েছিল।

HK/AST
আরও পড়ুন