ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম তিন দিনের রিমান্ডে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। গত ২০২২ সালে বিএনপি অফিস ভাংচুর ও নাশকতার ঘটনায় গত ৫ আগস্ট করা একটি মামলায় এই রিমান্ড দিয়েছেন আদালতের বিচারক। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানকে। 

বিএনপি কার্যালয় ভাংচুরসহ মারধরের ঘটনায় মামলার বাদী হয়েছিলেন বামনমোহা গ্রামের সাদেক মিয়া। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. শাহজাহান জানান, ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

কোর্ট ইন্সপেক্টর মো. জাফর ইকবাল জানান, আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ১১ সেপ্টেম্বর সকালে নজরুল ইসলাম খান ভারতে পালানোর সময় (পিপি নং A02016614) ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নং 6E1108 যোগে কলকাতা যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুমতি না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। 

গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নজরুল ইসলাম খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তিনবারের নৌকার মনোনীত মেয়র ছিলেন।

MMS
আরও পড়ুন