স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থ আপস করে সম্পর্কে বিশ্বাসী নয় এ সরকার।
তিনি বলেন, ভারতের সাথে আগের নতজানু সম্পর্ক থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় স্বার্থকে আপস করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে বিশ্বাসী নয় এ সরকার। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের পরবর্তী সম্পর্ক চলমান থাকবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় বার্ডের আয়োজনে `আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর‘ শীর্ষক দুই সপ্তাহ মেয়াদি আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা বলেন।
এলজিআরডি উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সেজন্য সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড.খুশনুদ আলী। এছাড়া কর্মশালায় শ্রীলংকা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্ভিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, কেনিয়া ও বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।