রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের শিলা নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির পাশে আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তি তার কোনো সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেন। এরপর দরজা খুলে শিলার গলাকাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড, আমরা কিছু আলামত জব্দ করেছি। ধারণা করা হচ্ছে, রাতে শিলার বাসাতে মাদকের পার্টি হচ্ছিল। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে।’
তিনি জানান, নিহতের গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।