চট্টগ্রামে যুবকের খণ্ডিত হাত-পা উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের বিচ্ছিন্ন দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক পলিথিনে মোড়ানো অবস্থায় ওই যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার করে পুলিশ। তবে দেহের মূল অংশ এবং মাথার সন্ধান এখনও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হাত ও পায়ের রগ কাটা ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করার পর দেহ খণ্ডিত করা হয়েছে। 

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দেহের বাকি অংশ উদ্ধারে পুলিশের একাধিক টিম চিরুনি অভিযান চালাচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্তের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ওই যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুলিশের পক্ষ থেকে আরও যাচাই-বাছাই চলছে।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেছে। জনবহুল এই এলাকায় এমন বিভীষিকাময় ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

DR/AHA
আরও পড়ুন