দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে ৬৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, শনিবার রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (দুপুর ১টা) ৬৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।
শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। যৌথ বাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।