রংপুরে সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতি, আটক ১

সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা বেধরক পিটুনি দিয়ে আব্দুস ছালাম (৩৫) নামে এক ব্যবসায়ীর নগদ টাকাসহ মোটরসাইকেল লুটে নিয়ে যায়। এ ঘটনায় পলাশ (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌণে ১২টার দিকে রংপুরের পীরগাছায়  উপজেলার চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের কান্দি পাগলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক পলাশ পার্শ্ববর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে সশস্ত্র একদল ডাকাত ওই সড়কে গাছের গুডি ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়।

এ সময় আব্দুস ছালাম মিয়া মোটরসাইকেলযোগে কান্দি বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাগলার মোড় নামক স্থানে পৌঁছালে গাছের গুঁড়ি ফেলে তাকে আটক করে বেধরক পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোটরসাইকেলটি নিয়ে চলে যায় ডাকাতরা।

পরে আব্দুস ছালামের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে পাঠায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকেলে  গোপন সংবাদের ভিত্তিতে ডাকাদ দলের এক সদস্য পলাশকে কান্দি বাজার থেকে আটক করে পুলিশ।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সড়কে গাছেরর গুডি ফেলে ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
 
পীরগাছা থানার ওসি নুর আলম বলেন, এ বিষয়ে আব্দুস ছালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পলাশ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদেন গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।