রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রা‌তে কুড়িগ্রাম সদর উপ‌জেলার কালির আগলা এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। তি‌নি‌ ওই এলাকার আব্দুল মোতা‌লেবের ছে‌লে।

পু‌লিশ জানায়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ক‌রে আস‌ছি‌লেন দুর্জয়। আওয়ামী সরকারের পত‌নের পর দুর্জয় বি‌ভিন্ন জায়গায় আত্ম‌গোপ‌নে ছি‌লেন। গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চা‌লি‌য়ে তাকে কা‌লির আলগা এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডি‌বির ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তা‌কে আদাল‌তের মাধ্যমে জেলে পাঠা‌নো হ‌বে।