চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারধর

ঝিনাইদহের শৈলকুপায় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য খেলাফত বিশ্বাসকে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। শালিশের নামে চাঁদাবাজির প্রতিবাদ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় তার ওপর এ বর্বর হামলা চালানো হয়েছে বলে খেলাফত বিশ্বাসের দাবি।

বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী খেলাফত বিশ্বাসকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২২ মে) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক।

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগে গত মঙ্গলবার (২০ মে) রাতে গোবিন্দপুর গ্রামের মাঠে স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। ঘটনাস্থলে কাউকে দেখা না গেলেও স্থানীয় মাতব্বররা শালিশ করে নিরীহ কৃষক আরিফ মন্ডলকে দায়ী করে। পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ না দিয়েই একতরফাভাবে শালিশ করে আরিফ ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করা হয় এবং দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এই অনিয়ম ও একতরফা বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস। তিনি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে বক্তব্য দেন। এর জেরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

খেলাফত বিশ্বাসের পরিবারের অভিযোগ, চাঁদাবাজ চক্রের প্রধান অভিযুক্ত উসমান মন্ডল ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে। এমন কি হামলার পর তাকে হাসপাতালে নিতেও সন্ত্রাসীরা বাধা দিয়েছেন তারা। এর আগে গত শুক্রবার, একই কারণে উসমান মন্ডল ও তার সহযোগীরা কৃষক আরিফ মন্ডল, তার ভাই এবং বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পেটায়। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ঘটনাটি শুনেছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।