ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (৪১) বেতাই গ্রামের সফিউদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই বাড়িতে উত্তেজনা সৃষ্টি হতো।

বেতাই গ্রামের নুরুল মালিথা জানান, বিদেশ ফেরত জুয়েল পাঠানো টাকার হিসাব বড় ভাই সোহেলের কাছে চান। কিন্তু সোহেল ওই হিসাব দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপুল হোসেন জানান, রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি চরমে উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতির এক পর্যায়ে ছোট ভাই জুয়েল রান্নাঘর থেকে থাকা একটি বটি দিয়ে বড় ভাই সোহেলের ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) শামসুজ্জোহা বলেন, টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে বড় ভাই সোহেল নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।  মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছোট ভাই জুয়েলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

FJ