দুই দিনে সারাদেশে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

দেশের কক্সবাজার, মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুড়িগ্রামে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু হয়েছে। ঈদের পরের দু’দিন (রোব ও সোমবার) বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বেশির ভাগই শিশু। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

কক্সবাজার: ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী সায়মন বিচ পয়েন্ট এলাকায় গোসলে নেমে শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০) নিহত হন। তারা রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এর আগে রোববার (৮ জুন) বিকেলে লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়। একই দিন সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে ভেসে যাওয়া এক পর্যটক ও স্থানীয় এক বাসিন্দার লাশ উদ্ধার করা হয়। শুধু কক্সবাজারেই দুই দিনে ছয়জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে ভিকারুননিসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে সোমবার (৯ জুন) দুপুরে পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়। মৃত দুজন হলেন হামিদপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৭)। হালিমা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার তার অংশগ্রহণের কথা ছিল।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় একটি পুকুরে এ দুইজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন- পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫), যিনি বাহার উদ্দিনের ছেলে। এছাড়া জেলার লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে মোহাম্মদ তানজিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া ব্রিকস নামের ইটভাটার পুকুরে শিশুটি ডুবে যায়। তানজিম উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ার মাওলানা কাইছারের ছেলে। তানজিম হেফজখানায় পড়তো।

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পানিতে ডুবে ইমন (১৬) নামে এক কিশোর পর্যটক মারা গেছেন। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে আব্দুর রহিম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যান জলিল মিয়া নামের এক যুবক। তিনি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ঈদ উদযাপন করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে ৩ বছর বয়সী এক শিশু ও সদর উপজেলার আত্রাই নদীর রাবার ড্যামে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। সে রাজধানীর জুরাইনের বাসিন্দা সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। আর মমিনুল ইসলাম (১৬) দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ভোলা মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুধন্তী পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো চান্দুরা এলাকার মোশারফের ছেলে রাফি (৭) এবং একই এলাকার রহিম মিয়ার মেয়ে নাদিরা (৮)।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদের পানিতে জবেদ আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) সকালে পুরান গোবিন্দগঞ্জের খলসি চাঁদপুর নামক স্থানের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হোসাইন নামের ১৬ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে আপন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। নিহত আপন আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন আমতলা গ্রামের বাসিন্দা এরশাদ আলীর ছেলে।

পঞ্চগড়: জেলার সদর ইউনিয়ন ও পৌরসভা এলাকায় একই দিনে পানিতে ডুবে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।  সদর ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) ও পৌরসভার তুলারডাঙ্গা এলাকার দেড় বছর বয়সি মিনহাজ ইসলাম পানিতে ডুবে মারা যায়।

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে নদীর পানিতে ডুবে সিনান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকায় কংস নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনান একই এলাকার মো. মোনায়েম হোসেনের ছেলে।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পানিতে ডুবে আয়াত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) উপজেলার আউটশাহী ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের রাসেল ছৈয়ালের ছেলে।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- একই ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের মো.জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের বাসিন্দা মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে চাচার সঙ্গে মাছ ধরতে গিয়ে ওয়ায়েস কারনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে প্রথম শ্রেণিতে পড়ত। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের চান্দার চর এলাকার সীমান্ত সংলগ্ন অলেকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।