মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ার পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি সেতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের স্ত্রী। সে দুই সন্তানের জননী। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকশা যোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিলেন। এসময় সড়কের বিশ্বাসবাড়ি সেতু এলাকায় আস‌লে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় অটোরিকশা দুমড়েমুচড়ে গেলে তিন আরোহী ও অটোচালক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তার বৃদ্ধা মা রহিমা বেগম(৯০)কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশিচত করে বলেন, হাসপাতাল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গ্রামবাসী ঘাতক পিকআপ গাড়িটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।