বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে।
জেলা ছাত্রলীগের পক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শহরজুড়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো হয়। শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি সকলের নজরে আসে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তাঁর ব্যক্তিগত ফেসবুকে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠির বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি থানার বিসিক, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে পোস্টার লাগানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ‘মহাসড়কে টহল পুলিশ ছিলো। হয়তো রাতের আঁধারে কেউ তাদের চোখ ফাঁকি দিয়ে পোস্টার লাগিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যারা এ কাজ করেছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে।’