ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নলছিটিতে গণসচেতনতামূলক মতবিনিময় সভা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। 
 
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো.মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বদরুল আমীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্বাস সিকদার, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর নুরুন্নাহার আক্তার রুবিনাসহ শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
 
এ সময় বক্তারা তাদের বক্তব্যে সমাজে মাদকের করাল গ্রাস থেকে বাঁচতে শিক্ষার্থীদের নানান দিকনির্দেশনা প্রদান করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক এবং শিক্ষার্থীদের সজাগ থাকতে ও সচেতন হওয়ার পাশাপাশি সন্ত্রাস, ইভটিজিংয়ের মতো অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
NJ
আরও পড়ুন