ঝালকাঠিতে তারুণ্যের উৎসবে পথনাটক

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ঝালকাঠিতে পথনাটক অগ্নিকন্যা মঞ্চায়িত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলায় সুগন্ধা নদীর তীরবর্তী পৌর মিনিপার্কে এ নাটক মঞ্চায়িত হয়।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ, শিক্ষক ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ। 

পথনাটকটি মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকগণের পরিচালনায় ও ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মঞ্চায়িত হয়।

নাটকটিতে যৌন হয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফ্রি নম্বরে যোগাযোগের মাধ্যমে সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধে মুচলেকা গ্রহণ ও মোবাইলকোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা, নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, সর্বোপরি সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।