কাউখালীতে থামছে না মা ইলিশ নিধন

পিরোজপুরের কাউখালীতে কর্তৃপক্ষের অভিযানের পরও মা ইলিশ নিধন বন্ধ হচ্ছে না। উপজেলার সন্ধা, কঁচা, কালীগঙ্গা, চিরাপাড়া, গাবখানসহ বিভিন্ন নদী ও শাখা-প্রশাখায় জেলেরা নিষিদ্ধ সময় অবৈধভাবে জাল দিয়ে নির্বিচারে মাছ নিধন করে যাচ্ছে।
 
এদিকে উপজেলা প্রশাসন ও মৎস কর্মকর্তা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে। তারপরও উপজেলার চিরাপাড়া, বেকুটিয়া, মেঘপাল, হরিনধারা জোলাগাতি, ফলোইবুনিয়া, গাজীরহুলা, শিয়ালকাঠি, পাঙ্গাসিয়া, বাদামতলা, গন্তব্য, সয়না, সুবিদপুর, আমরাজুড়ি, আশোয়া, গোপালপুরসহ বিভিন্ন এলাকায় রাতে কিংবা ভোরে অবৈধভাবে ধরা মাছ গ্রামে গ্রামে বিক্রি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, নদীতে তেমন কোন কঠোর অভিযান না থাকায় সুযোগ বুঝে নিয়মিত পানির নিচে জাল ডুবিয়ে মাছ ধরছেন জেলেরা। পরে মাছগুলো সতর্কতা অবলম্বন করে গ্রামে গ্রামে কম দামে বিক্রি করছেন তারা।
কাউখালী উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মৎস অফিসে জনবল সংকট রয়েছে। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মিটার সুতার জাল ও ৪টি মাছ ধরার নৌকা ধ্বংস করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫ জনকে জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।