চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের লুণ্ঠিত দুটি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- লাভলী বেগম (৪০) এবং তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার আলমগীর হোসেনের বাড়িতে পুলিশের লুণ্ঠিত অস্ত্র মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সার্কেলের জ্যেষ্ঠ কর্মকর্তা ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা ও গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, গত শুক্রবার একটি মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশীরা আলমগীরের ঘরে তল্লাশি চালালে একটি পুরনো গিটারের ভেতর পিস্তলগুলো দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত অভিযানে নামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লাভলী বেগম স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট করা হয়েছিল।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় জড়িত মা ও ছেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।