সেই যুবদল নেতার মরদেহ নিয়ে বিক্ষোভ, মানবন্ধন

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমানের হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ভাই আবুল কালাম আজাদ টিপু, সাদেকুর রহমান, চাচা আবুল বাশার, স্ত্রী ইয়াসমিন নাহার, এলাকাবাসীর পক্ষে দীঘিরপাড় আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান, মো. মনির হোসেন, লুৎফুর রহমান লুতুসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এতে বিচার দাবি করেন। দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।

এদিকে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল হাসান ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে বিচারের সহযোগিতার আশ্বাস দিলে বিক্ষোভ ও মানববন্ধন শেষ করেন তারা।

রাশেদুল হাসান বলেন, ‘নিরাপত্তা বাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা বিশ্বাস রাখতে চাই, এই বিষয়টির একটি সুষ্ঠু বিচার হবে এবং ভুক্তভোগী পরিবারকে যথাযথ সহযোগিতা করা হবে।’

তৌহিদুর রহমান আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে যুবদল নেতা তৌহিদুর রহমানের মরদেহ পেয়েছে পরিবার। শুক্রবার  (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।

তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রোববার তাঁর বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন। সংসারে তাঁর স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছে।