গাজা ও রাফায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন সংগঠন।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় প্রতিবাদী ব্যানার নিয়ে নগরীর কান্দিরপাড়ে একত্রিত হয় বিক্ষুব্ধরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা ইজরাইলি পণ্য বয়কটের ডাক দেন। পাশাপাশি যুদ্ধ বন্ধসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।