কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড 

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। এতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাপন। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। 

টানা বৃষ্টিতে নগরীর চর্থা, ঠাকুরপাড়া, চাঁনপুর, ঝাউতলা, সালাহউদ্দিন মোড়, আশোকতলা, মুরাদপুর, নুরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে গোমতী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে তা বিপৎসীমার নিচে রয়েছে। 

কুমিল্লা নগরীর চাঁনপুরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, রাস্তায় বৃষ্টির পানি জমায় কারণে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। একই এলাকার বাসিনা ফজলুল হক জানান, বৃষ্টি হলেই চাঁনপুর এলাকার রাস্তা তলিয়ে যায়। গত কয়েকবছর ধরে এমন হচ্ছে। 

কুমিল্লা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন আজ বৃষ্টি কিছুটা কম হতে পারে।