কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নিয়ে মাদক নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে শক্ত অবস্থান গ্রহণের দাবি করেন।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেল ) নিশাত তাব্বাসুম। এসআই আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জি এম তাহের পলাশি, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা মামুনুর রশীদ প্রমুখ।