রাঙামাটি শহরে ট্রাকচাপায় খোরশেদুল আলম জনি (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বেলা সোয়া ১২টার সময় শহরের পুরাতন বাস স্টেশন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি রাঙামাটি শহরের তবলছড়ির ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজ্বী জহির আহাম্মদ সওদাগরের ছেলে। জনি ২ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে তবলছড়ির নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে নিজ সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় পুরাতন বাসস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক ও অটোরিকশার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন খোরশেদ। দুর্ঘটনায় মোটরসাইকেলটি (রাঙামাটি-ল-১১-১১-৩৬) দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।