বাঁশখালীতে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষককে রাজকীয় বিদায় 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মচারীকে রাজকীয় আবহে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ছাত্রছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। 

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন- সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী, সিনিয়র শিক্ষক সায়ফুর রহমান, সিনিয়র শিক্ষক বেলাল হোসাইন, শিক্ষক সুনীল ধর, অফিস সহকারী পরিতোষ দাশ, দপ্তরি বাবুল কান্তি দাশ ও মো. মাহফুজ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকগণ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের অবিভাবকগণ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষক ও ৩ কর্মচারীকে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষকদের সম্মানে ভোজসভা হয়। পরে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাদের ফুলে সজ্জিত প্রাইভেটকারে করে বাড়ি পৌঁছে দেন।

এ সময় অতিথি শিক্ষকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অতীতের অক্লান্ত পরিশ্রমের স্মৃতিচারণ করেন। তারা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সহকর্মীদের এমন সাদর বিদায় সংবর্ধনায় মুগ্ধ হয়ে ভবিষ্যতে বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে তাদের অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহছানুল হকের সঞ্চালনায় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক ও এলাহী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসাইন, ডাক্তার মুহাম্মদ মহিব্বুল্লাহ, অধ্যাপক সাগর মল্লিক। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হেড মাওলানা মাওলানা মুফিজুর রহমান।