ব্রাহ্মণপাড়ায় পাঁচ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮ পিএম

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য প্রকৌশলী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, উপজেলা হিসাবরক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের বিদায় জানানো হয়।

বিদায়ী কর্মকর্তারা হলেন- উপজেলা হিসাবরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হালিম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, মৎস্য কর্মকর্তা জয় বনিক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন হাসান, ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা মোসা. মুনিরা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন প্রমুখ।

আরও পড়ুন