চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় যারা মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা নিম্নরূপ

ফেনী জেলা

  • ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী): বেগম খালেদা জিয়া
  • ফেনী-২ (ফেনী সদর): জয়নাল আবেদীন
  • ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা): আব্দুল আওয়াল মিন্টু

লক্ষ্মীপুর জেলা

  • লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): আসন ফাঁকা রয়েছে।
  • লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদর আংশিক): মো. আবুল খায়ের ভূঁইয়া
  • লক্ষ্মীপুর-৩ (সদর আংশিক): মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • লক্ষ্মীপুর-৪ (রামগতি, কমলনগর): নুরুল আমিন (চেয়ারম্যান)

চট্টগ্রাম জেলা

  • চট্টগ্রাম-১ (মীরশ্বরাই): নুরুল আমিন (চেয়ারম্যান)
  • চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর
  • চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): - আসন ফাঁকা রয়েছে।
  • চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, সিটি ৯–১০ ওয়ার্ড): কাজী সালাউদ্দিন
  • চট্টগ্রাম-৫ (হাটহাজারী, সিটি ১–২ ওয়ার্ড): মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
  • চট্টগ্রাম-৬ (রাউজান):- আসন ফাঁকা রয়েছে।
  • চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মম কাদের চৌধুরী
  • চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, সিটি ৩–৬ ওয়ার্ড): এরশাদ উল্লাহ
  • চট্টগ্রাম-৯ (সিটি ১৫–২৩ ও ৩১–৩৫ ওয়ার্ড):- আসন ফাঁকা রয়েছে।
  • চট্টগ্রাম-১০ (সিটি ৮, ১১–১৪, ২৪–২৬ ওয়ার্ড): আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • চট্টগ্রাম-১১ (সিটি ২৭–৩০, ৩৬–৪১ ওয়ার্ড):- আসন ফাঁকা রয়েছে।
  • চট্টগ্রাম-১২ (পটিয়া): মোহাম্মদ এনামুল হক
  • চট্টগ্রাম-১৩ (আনোয়ারা, কর্ণফুলী): সরওয়ার জামাল নিজাম
  • চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক):- আসন ফাঁকা রয়েছে।
  • চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া, সাতকানিয়া আংশিক): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
  • চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার জেলা

  • কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া): সালাহউদ্দিন আহমেদ
  • কক্সবাজার-২ (কুতুবদিয়া, মহেশখালী):- আসন ফাঁকা রয়েছে।
  • কক্সবাজার-৩ (সদর, ঈদগাঁও, রামু): লুৎফুর রহমান কাজল
  • কক্সবাজার-৪ (উখিয়া, টেকনাফ): শাহজাহান চৌধুরী

পার্বত্য জেলা সমূহ

  • খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভূঁইয়া
  • রাঙামাটি: দীপেন দেওয়ান
  • বান্দরবান: সাচিং প্রু

নোয়াখালী জেলা

  • নোয়াখালী-১ (চাটখিল, সোনাইমুড়ী আংশিক): এ এম মাহবুব উদ্দিন
  • নোয়াখালী-২ (সেনবাগ, সোনাইমুড়ী আংশিক): জয়নাল আবেদীন ফারুক
  • নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): মো. বরকত উল্লাহ বুলু
  • নোয়াখালী-৪ (সুবর্ণচর, সদর আংশিক): মো. শাহজাহান
  • নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ, সদর আংশিক): মোহাম্মদ ফখরুল ইসলাম
  • নোয়াখালী-৬ (হাতিয়া): মোহাম্মদ মাহবুবের রহমান শামীম

চাঁদপুর জেলা

  • চাঁদপুর-১ (কচুয়া): আ ন ম এহসানুল হক মিলন
  • চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ): মো. জালাল উদ্দিন
  • চাঁদপুর-৩ (সদর, হাইমচর): শেখ ফরিদ আহমেদ
  • চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): মো. হারুনুর রশিদ
  • চাঁদপুর-৫ (হাজীগঞ্জ, শাহরাস্তি): মো. মমিনুল হক

ব্রাহ্মণবাড়িয়া জেলা

  • ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এম এ হান্নান
  • ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর আংশিক):- আসন ফাঁকা রয়েছে।
  • ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর, বিজয়নগর আংশিক): মো. খালেদ হোসেন মাহবুব
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া, কসবা): মুশফিকুর রহমান
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): মো. আব্দুল মান্নান
  • ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর):- আসন ফাঁকা রয়েছে।

কুমিল্লা জেলা

  • কুমিল্লা-১ (দাউদকান্দি, মেঘনা): ড. খন্দকার মোশাররফ হোসেন
  • কুমিল্লা-২ (হোমনা, তিতাস):- আসন ফাঁকা রয়েছে।
  • কুমিল্লা-৩ (মুরাদনগর): কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
  • কুমিল্লা-৪ (দেবীদ্বার): মঞ্জুরুল আহসান মুন্সী
  • কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া, বুড়িচং): মো. জসিম উদ্দিন
  • কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস): মো. মনিরুল হক চৌধুরী
  • কুমিল্লা-৭ (চান্দিনা):- আসন ফাঁকা রয়েছে।
  • কুমিল্লা-৮ (বরুড়া): জাকারিয়া তাহের
  • কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ, লাকসাম): মো. আবুল কালাম
  • কুমিল্লা-১০ (নাংগলকোট, লালমাই): মো. আব্দুল গফুর ভূঁইয়া
  • কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): মো. কামরুল হুদা

এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।