১৫ বছর ধরে নিখোঁজ ছেলের অপেক্ষায় মা

এক ছবি বুকে চেপে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বৃদ্ধ মা শামসুন নাহার। তার ছেলে, বিএনপি নেতা ও বোয়ালখালী উপজেলা সভাপতি নজরুল ইসলাম বাচাকে ২০১০ সালের ৮ নভেম্বর গাজীপুর চৌরাস্তা থেকে তুলে নেওয়ার পর আর কোনো খোঁজ মেলেনি।

মা শামসুন নাহার বলেন, ছেলে আসবে, বুকের ভেতর ঠান্ডা হবে—এই আশাতেই দিন কাটাই। আমার মনে হচ্ছে, আমার ছেলে এখনো বেঁচে আছে।

নজরুল ইসলাম বাচার স্ত্রী শামীম আরা সিদ্দিকি বলেন, আমার স্বামী বেঁচে আছেন না, মারা গেছেন—আজও জানি না। বর্তমান সরকার যদি মানবিক হয়, অন্তত আমাদের জানান।

পরিবার জানান, দলীয় কাজে ঢাকায় যাওয়ার সময় বাচাকে গাজীপুর চৌরাস্তা থেকে তুলে নেওয়া হয়। পরে খোঁজ দেওয়ার কথা বলে এক নারী পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তারা।

গত বছরের ২৬ সেপ্টেম্বর বাচার পরিবার ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’-তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আবেদন জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।

নজরুলের ছোট ভাই হামিদুল হক মন্নান বলেন, আমরা শুধু জানতে চাই—আমার ভাইকে মেরে ফেলেছে নাকি বেঁচে আছে। যদি মারা হয়ে থাকে, অন্তত সেটা জানান। যদি না থাকে, তার চিহ্নটা আমাদের দিন। ১৫ বছর ধরে আমরা অপেক্ষায় আছি।

স্থানীয়রা বলেন, নজরুল ইসলাম বাচা ছিলেন জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে করলডেঙ্গা ইউনিয়নে উন্নয়ন ও ঐক্যের পরিচয় তৈরি হয়েছিল।

পরিবারের দাবি, আমাদের নজরুলকে ফিরিয়ে দিন। যদি আর না থাকেন, অন্তত সঠিক তথ্যটি দিন।