‘বিডি সাইক্লিস্টস’ নামে দেশের জনপ্রিয় সাইক্লিং গ্রুপ ২ দিনব্যাপী ‘বাইক প্যাকিং’ করেছে চট্টগ্রামের বোয়ালখালীর জৈষ্ঠ্যেপুরা ও আশপাশের পাহাড়ি জনপদে।
গত শুক্রবার ঢাকার ৩০ সদস্যের দলটি এসে উপজেলা ডাকবাংলোয় অবস্থান নেয়। পরে তারা জৈষ্ঠ্যেপুরা পাহাড়, মেধসমুনি আশ্রম, কর্ণফুলী নদীর পাড়ে মুক্তিযোদ্ধা রিভার ভিউ ও পারকি সমুদ্র সৈকত ঘুরে দেখেন।
বিডি সাইক্লিস্টসের ভলান্টিয়ার ফুয়াদ আহসান চৌধুরী বলেন, আমরা ঢাকাকেন্দ্রিক একটি সাইক্লিং কমিউনিটি। এখানে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ যুক্ত, ৮ বছরের শিশু থেকে ৮০ বছরের প্রবীণ পর্যন্ত। ছুটির দিনে দেশে-বিদেশে ‘বাইক প্যাকিং’ করি। যেখানে যাই, তাবু গেঁড়ে থাকি।
তিনি আরও বলেন, ২০২৫ সালের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় বোয়ালখালীর জৈষ্ঠ্যেপুরা, আমুচিয়া, কড়লডেঙ্গা এলাকার ভিডিও-ছবি দেখে জায়গাটি আমাদের নজরে আসে। কয়েকজন আগে গিয়ে দেখে এলে আমরা ঘুরতে আসার সিদ্ধান্ত নিই।
২০১১ সালের ১৭ মে যাত্রা শুরু করা এই গ্রুপে বর্তমানে সদস্য সংখ্যা ১ লাখ ৬০-৭০ হাজার। সাম্প্রতিক সফরে যারা অংশ নেন, তাদের মধ্যে ছিলেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, ডেভেলপমেন্ট কর্মী ও আইটি পেশাজীবী। বয়স ছিল ২০-২১ থেকে ৬৪ বছর পর্যন্ত।
দলের সদস্য এমডি কাইছার হোসেন বলেন, ১০ বছর ধরে সাইক্লিং করছি। আমরা ছেলেমেয়ে সবাই মিলে একটি পরিবার। পুরো বাংলাদেশ ঘুরি এবং দেশকে রিপ্রেজেন্ট করি। যেসব জায়গায় যাই, ছবি-ভিডিও তুলে বাইরের বিশ্বে প্রচার করি।
সদস্য সানা আক্তার বলেন, এই গ্রুপে না এলে একজন মেয়ে হিসেবে এতটা ঘোরা আমার পক্ষে সম্ভব হতো না। এই কমিউনিটি আমাকে আত্মবিশ্বাসী করেছে।
২ দিনের সফর সাইক্লিস্টদের কাছে উপভোগ্য ছিল জানিয়ে সদস্যরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বোয়ালখালী তাদের মন কেড়েছে।