সাগরে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু, আহত ৬

সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশু মেয়ে মাহিমা আক্তার।

স্থানীয়রা জানান, স্পিডবোটটি ডুবে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় ৮ যাত্রীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর মরিয়ম ও মাহিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি ৬ যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

টেকনাফ থানার ওসি জায়েদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘স্পিডবোট দুর্ঘটনায় দুই যাত্রী মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’ নিহতদের স্বজনরা জানান, মা-মেয়ে চিকিৎসার উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।

এদিকে সোমবার সকাল থেকেই চলতি মৌসুমে কক্সবাজার থেকে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি জাহাজে ১১৭৪ জন পর্যটক দ্বীপে যান। আগামী দুই মাস ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন করার অনুমতি থাকবে।