গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সফিপুর এলাকার ‘সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদরাসায়’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। সে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। আলিফের মা আমেনা বেগম বর্তমানে প্রবাসে রয়েছেন।
মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, আলিফ মাদরাসায় ভর্তির পর থেকেই কয়েক দফায় পালানোর চেষ্টা করেছিল। মঙ্গলবার রাতেও সে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করলে মাদরাসা কর্তৃপক্ষ ভিডিও কলের মাধ্যমে প্রবাসে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেয়। মায়ের সঙ্গে কথা বলে সে কিছুটা শান্ত হয়। তবে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে সবার অগোচরে সাত তলা ভবনের ছাদে গিয়ে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে আলিফ। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।