ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃ্দ্ধিসহ ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইসের শ্রমিকরা। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিকেরা জানান, কারখানায় কেউ অসুস্থ হলে কর্তৃপক্ষ ছুটি দিতে চায় না। প্রয়োজনের সময় ছুটি না পাওয়ায় পরিবারের স্বজনদের বিপদে পাশে দাঁড়ানো সম্ভব হয় ন। এছাড়া সিনিয়র শ্রমিকদের বর্তমান বেতন থেকে ৪ হাজার টাকা বৃদ্ধিসহ ২১ দফা দাবি জানানো হয়েছে।

আন্দোলনকারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘লাঞ্চ আওয়ারের পরে আমাদের ওয়াশরুমে যেতে দেওয়া হয় না। জরুরি প্রয়োজনে অফিস আওয়ারে আমরা বাসায় এক মিনিটও কথা বলতে পারি না। পদোন্নতি বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দিক দিয়ে শ্রমিকরা বৈষম্যের শিকার। সবকিছু মিলিয়ে আজকের এই আন্দোলন।’

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।