কিশোরগঞ্জের ভৈরবে ‘বিজ্ঞানের উৎকর্ষতায় গড়ব আগামীর প্রজন্ম’ এ স্লোগানে শিক্ষার্থীদের সৃষ্টিশীল উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পৌর শহরের ভৈরব উদয়ন স্কুল আয়োজিত স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
মেলায় ২০টি উদ্ভাবনী প্রকল্পের স্টল বসে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। মেলায় তারা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে হাইড্রোজেন গ্যাস, বেম্বো ওয়াটার ফ্লাস্ক, গ্যাস লিকেজ ডিটেক্টর, ওয়াটার লেন্স দ্য ভিঞ্জি ব্রিজ, ভূমিকম্প ডিটেক্টর, ভূমিকম্প এলার্ম, রেইন ডিটেক্টর, অটোমেটিক গেইট সিস্টেম, দূরত্ব মাপার মেশিন, বায়োডিগ্রেডেবল পেন, সোলার সিস্টেম মডেল, ওয়াটার ফিউরিকেশন, অ্যান্টি থেফট সিস্টেম,পানির ক্যাপিলারি অ্যাকশনসহ আধুনিক প্রযুক্তির ধারণা তুলে ধরার চেষ্টা করে শিক্ষার্থীরা।
মেলায় আরও উপস্থিত ছিলেন- ভৈরব উদয়ন স্কুল পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব সাগর আহমেদ, সহযোগি পরিচালক মানিক চৌধুরী, বিজ্ঞান শিক্ষক ইফতেখার করিম রাহাতসহ বিদ্যালয়ের শিক্ষকরা।