ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা-সিলেট মহাসড়কে নামাজ পড়লেন ছাত্র-জনতা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন সহজ করার লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে নফল নামাজ আদায় করেছেন স্থানীয় ছাত্র-জনতা। 
 
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় জেলার দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। 
 
নামাজ আদায়ের সময় মহাসড়কের একপাশে যানবাহন চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। সড়কে নামাজের ইমামতি করেন স্থানীয়  মেহের চাঁন জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা আবু তালহা। এছাড়া নামাজ আদায় শেষে দোয়া পড়ান মুফতি মনিরুল ইসলাম চৌধুরী।
 
 
এ সময় মহাসড়কে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্যই পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। 
 
জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার জানান, আমরা দীর্ঘদিন ধরে ভৈরবকে জেলা বাস্তবায়নের জন্য নানা কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসাবে আজকে শুক্রবার জুম্মা নামাজের শেষে মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায় করেছি৷ ভবিষ্যতে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কঠিন কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান। 
NJ
আরও পড়ুন