ভৈরবে সাবেক কাউন্সিলর আশরাফু্ল আলম গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম

ভৈরবে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের জগন্নাথপুর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশরাফুল আলম (৫২) শহরের জগন্নাথপুর এলাকার মৃত দলিল উদ্দিন আহমেদ উরফে দুলা মিয়ার ছেলে।

ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.নাজমুল ইসলাম স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। এ সময় গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে বেশ কিছু ছাত্র আহত হয়। এই ঘটনায় মামুন মিয়া নামে ৩১ বছরের এক যুবক বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল দুপুরে শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার এফআইআর ভুক্ত আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করে।

RA/WA
আরও পড়ুন