দেশের মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না:  ড. সলিমুল্লাহ্ খান

বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. সলিমুল্লাহ্ খান। তিনি বলেন, ‘দেশে সাম্যের জন্য আমরা নতুন রাষ্ট্র তৈরি করছি। কারণ পাকিস্তান রাষ্ট্রে আমরা সাম্যের দেখা পাইনি।’

তিনি জানান,  বিগত ৫৩ বছর পর দেশের ছাত্র-ছাত্রীরা শিক্ষা দিয়েছেন সাম্য শব্দের অর্থ হচ্ছে বৈষম্যের বিরোধিতা করা। এজন্যই হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৮ নভেম্বর)  সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ্ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭১ মুক্তিযুদ্ধের যে তিনটি ঘোষণা ছিল, তা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। সেটা থেকে আমরা সরে গিয়েছিলাম। আমাদের এই যুগের তরুণ ছাত্র-ছাত্রীরা প্রাণ দিয়ে এবং দেশের জনগণ তাদের সর্বাত্মক সমর্থন দিয়ে প্রমাণ করেছে আমাদের রাষ্ট্র হাত থেকে হারিয়ে যেতে পারে না।;

ড. সলিমুল্লাহ্ আরও বলেন, ‘এই যে নতুন রাষ্ট্র গঠনের সংগ্রাম। নতুন স্বাধীনতা বলার চেয়ে আমাদের বলা উচিত আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা আমরা ফিরিয়ে আনার সংগ্রামে আবার প্রাণ দিয়েছি। দরকার হলে আমরা আরও প্রাণ দেব। কিন্তু আমরা স্বাধীনতা হারাতে দেব না।;

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল মান্নান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান খান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।