দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১০) রাত পৌনে ১টা থেকে এই নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় দৌলত‌দিয়া প্রান্তে আটকা পড়েছে কিছু যানবাহন। এরম‌ধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বে‌শি। এ সময় তীব্র শীতে ভোগা‌ন্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৪০ মি‌নি‌টি থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এই রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফে‌রি বন্ধের সময় দৌলত‌দিয়া প্রান্তে ৫‌টি ফে‌রি ছি‌ল। এছাড়া রাত থেকে সকাল ৯টা পর্যন্ত গা‌ড়ির চাপ কম ছিল।