শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত কার্যকর করেছে ঘাট কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা কমে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার অপেক্ষায় ঘাট এলাকায় অবস্থান করছেন যাত্রী ও চালকরা।

AHA
আরও পড়ুন