ভৈরবে বিএনপি নেতাকে ‘হাইব্রিড’ ডাকায় সংঘর্ষ, আহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ৯নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকে ‘হাইব্রিড’ ডাকাকে কেন্দ্র দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভৈরব পৌর শহরের ৯নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহত সফিকুল ইসলাম (৪২), তার ছেলে রাতুল (২৭), সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়ার পক্ষের জসিম মিয়া (৩৫)। বাকি দুই জনরে নাম পাওয়া যায়নি। 

স্থানীয় বিএনপির এক নেতা জানান, দুপুর ১২টার দিকে হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নেতা শরীফুল আলম আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় কয়েকজন লোক সাবেক ওয়ার্ড সভাপতি ছেলে যুবদল নেতা সফিকুল ইসলামকে উদ্দেশ্য করে হাইব্রিড নেতা বলে শ্লোগান দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে  দুই পক্ষের পাঁচ জন আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় ৯নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি হাজী মো. আক্তার মিয়া বলেন, ‘কথাকাটা নিয়ে হঠাৎ করে সফিকুল ইসলামের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের মধ্য ঝামেলা সৃষ্টি হয়। এই ঘটনাটি বিএনপির নেতারা এসে সমাধান করে দেন।  কিন্তু পরবর্তীতে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন।’

আহতের বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ডা. রেজিনা পারভীন জানান, মারামারি ঘটনায় এ পর্যন্ত আহত পাঁচ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যের দুজন অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।